টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পরাজয়: পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরে সিরিজ হারাল বাংলাদেশ
সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই সমীকরণ মাথায় রেখেই শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ফলে ৫৭ রানে হেরে সিরিজটাই হাতছাড়া হলো লাল-সবুজের দলের।
টস জিতে প্রথম ম্যাচের মতো আজও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাঠ মাতান পাকিস্তানি ব্যাটাররা। দলে পরিবর্তন এনে ফখর জামানের জায়গায় সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান খেলেছেন দুর্দান্ত ইনিংস। ৪১ বলে ৭৪ রান করেন তিনি, যার মধ্যে ছিল চারটি চার ও ছয়টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান আসে হাসান নাওয়াজের ব্যাট থেকে, যিনি ছিলেন অপরাজিত। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও তানজিম সাকিব দুটি করে এবং রিশাদ হোসেন একটি উইকেট শিকার করেন।
২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম দুই ওভারে ৩২ রান তুলে নেয় বাংলাদেশের ওপেনিং জুটি। ১৩ বল খেলে ২৯ রান করেন তানজিদ হাসান। এই ইনিংসে দুটি চার ও একটি ছয় ছিল সালমান আগার প্রথম ওভারে, এবং আরও দুটি চার হাসান আলীর পরের ওভারে। তবে ওপেনিং জুটি ভাঙতেই শুরু হয় উইকেট পতনের মিছিল।
তানজিদ হাসান ১৯ বলে ৩৩ রান করে ফিরলে দ্রুত বিদায় নেন পারভেজ হোসেন ইমন (৮), হৃদয় (০), জাকের আলী (০), শামীম হোসেন (৫) এবং রিশাদ হোসেন (২)। এক সময়ের ৪৪/০ থেকে মাত্র ৩৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৭/৭। খানিকটা লড়াই করেন মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব। মিরাজ ১৪ রান করে আউট হলেও তানজিম তুলে নেন ফিফটি, তবে তার বিদায়ের সঙ্গেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রত্যাশা। বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে, কারণ ইনজুরির কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি শরীফুল ইসলাম।
সবমিলিয়ে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ৫৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এই পরাজয়ের মধ্য দিয়ে সিরিজও হাতছাড়া হলো। ব্যাটিং বিপর্যয় ও ধারাবাহিক ব্যর্থতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অনেক ঘাটতি রয়ে গেছে।
বাংলাদেশ_ক্রিকেট #টি২০_সিরিজ #পাকিস্তান_বনাম_বাংলাদেশ #ক্রিকেট_হারের_খবর #বাংলাদেশের_পরাজয় #CricketNews #BANvsPAK #T20Series #বাংলাদেশ_দল #পাকিস্তান_জয় #SportsUpdate